Thursday, December 16, 2021

 মাস্ক পড়ার সঠিক নিয়ম।

করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে মাস্ক একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য । আমাদের কাছে প্রশ্ন থেকেই যায় কোন ধরনের মাছ আমরা পলব র্সার্জিক্যাল নাকি কাপড়ের মাস্ক কোনটা আপনাকে সংক্রমণ থেকে রক্ষা করবে। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে জানিয়ে দিয়েছে সঠিক মাস্ক পরার নিয়ম

০১. কাপড়ের মাস্ক ব্যবহারের সময় হাত খুব ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে।

০২. মাস্ক পরা বা খোলার সময় মাছ ধরার আগে হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে।

০৩. মাস্ক এ বড় কোন ছিদ্র না থাকে সেদিকে ভাল করে খেয়াল রাখতে হবে

০৫. কাপড়ের মাস্ক মুখ নাক থুতনি নিজের সম্পূর্ণভাবে ঢেকে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।



মাস্ক খোলা বা আলগা করার সময় রশি ধরে বন্ধনী হালকা  করুন । অনেকক্ষণের জন্য বাইরে বের হলে মাস্কের অতিরিক্ত পিস সাথে রাখুন বাড়ি ফিরতেই মাস খুলে ফেলো। সার্জিক্যাল মাস্ক একবারে বেশি ব্যবহার করবেন না । ভালো করে খেয়াল রাখুন কাপড়ের মাস্ক এর দুটি স্তরের মাঝে পলিপ্রলাইন মতো কাপড় আছে কিনা থাকলে ভালো এটি ফিল্টার হিসাবে ভাল কাজ করে । বাইরের দিকটা সুতির কাপড় হলে ভালো হয় যা মুখ থেকে নির্গত ড্রপলেট দ্রুত শুষে নিতে পারে।


No comments:

 আপনার সন্তানের প্রতি লক্ষ্য রাখুন : তাদের আখলাক-চরিত্র হিফাজতে সহায়ক হোন! সচেতন পিতা-মাতার পরিচয় হল, সন্তানের সার্বিক বিষয়ের প্রতি লক্ষ্য র...